কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৪ জুলাই ২০২৫ , ৩:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে নেটজ বাংলাদেশ এবং বিএমজেট এর বাস্তবায়নে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার হল রুমে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজের সাথে সেবা দানকারী প্রতিষ্ঠানে সংলাপ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান,
উপজেলা প্রকৌশলী অফিস সহকারী মোঃ রবিউল ইসলাম, প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মাহফুজা খাতুন, ,ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, ফিল্ট ফ্যাসিলিটেটর আরজু খাতুন, প্রমূখ।
সংলাপ শেষে ইস্যুভিত্তিক সমস্যা সমাধান সম্পর্কে উপজেলা কর্মকর্তাগণ পরামর্শ প্রদান করেন।