কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ৩০ জুলাই ২০২৫ , ৪:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশনস স্কিম (এসইডিপি)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার,এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সামছুজ্জামান আজাদ,উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আখের আলী,অধ্যক্ষ রেজাউল করিম,প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,শিক্ষার্থী অভিভাবক কল্পনা আক্তার, শ্রেষ্ট শিক্ষার্থী ইশরাত জাহান, মুজাতুল ইসলাম প্রমূখ।
পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩৮ জন বৃত্তি প্রাপ্ত মেধাবী শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।