বিবিধ

কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়ায় শান্তি ও সম্প্রীতি জোরদারে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জিন্নাহ ফাউন্ডেশন হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই স্লোগানে আয়োজিত প্রশিক্ষণে আয়োজকরা জানান, দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত করা, প্রতিরোধ, প্রশমন ও নিষ্ক্রিয় করার মাধ্যমে সমাজে জেন্ডার সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে শান্তি ও সম্প্রীতি জোরদার করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, সমাজে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সবার সমান অধিকার নিশ্চিত করা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, দেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা অনেক ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ, গুজব ও অপতথ্য ছড়ানো শান্তি ও সম্প্রীতির পথে বড় অন্তরায় হিসেবে কাজ করছে।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি কমিটির অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মণ্ডল, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহসভাপতি অধ্যক্ষ সেকেন্দার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও অ্যাম্বাসেডর রওশন আরা রত্না, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, এনসিপি উপজেলা শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ হোসেন আলী, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান, পুরোহিত পরিতোষ চন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে নিজেদের ভূমিকা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।