কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৫ , ৮:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। এতে গরু-বাছুর আক্রান্ত হচ্ছে। প্রাণীসম্পদ বিভাগের মাঠকর্মীরা টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।
উপজেলার ঠাকুরদাস গ্রামে আক্রান্ত গরুর মাংস কাটা, নাড়াচাড়া ও খাওয়ার কারণে চারজনের নমুনা শনাক্ত হয়েছে। তারা হলেন—সোহেল (৩৫), এরশাদুল ইসলাম (৪০), জাহিদ হোসেন (২৮) ও শান্তা বেগম (২৫)। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ.আর.এম আল মামুন জানান, পার্শ্ববর্তী পীরগাছায় প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সতর্কতামূলক কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে টিম গঠন করে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে এবং ২ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, অ্যানথ্রাক্স সংক্রামিত পশুর মাংস বা চামড়ার সংস্পর্শে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অথবা দূষিত খাবার খাওয়ার ফলে মানুষের মধ্যে ছড়াতে পারে।
প্রতিরোধের পরামর্শ:
আক্রান্ত পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকা
পশুর চামড়া ও মাংস প্রক্রিয়াকরণের সময় সতর্কতা অবলম্বন
স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়া











