কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৫ , ৭:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এনসিপি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল টি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান,সদস্য জুয়েল রানা, রায়হান ,হিমু মিয়া,রাজু আহম্মেদ,নাজমুল হোসেন প্রমূখ।
বক্তারা অবিলম্বে হামলা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।