উলিপুর প্রতিনিধিঃ ২৮ অক্টোবর ২০২৫ , ৪:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উলিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে অসহায় ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও গাছের চারা প্রদান করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উলিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, ওবায়দুর রহমান বুলবুল, এরশাদুল হাবীব নয়ন, মহসিন আলী, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সারাদিনব্যাপী উলিপুরে ছিল উৎসবমুখর পরিবেশ।











