ইউনূস আলী, উলিপুর প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেবা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মণ্ডল, স্বপন কুমার সাহা, সাখাওয়াত হোসেন, চন্দন কুমার সরকার, এসআই রাজুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একাত্তরের গণকবর ও স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া উলিপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।











