উলিপুর প্রতিনিধিঃ ২৮ আগস্ট ২০২৫ , ৮:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বজরা এল কে আমিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ এলাকাবাসী।
মানববন্ধন উপলক্ষে কলেজের পার্শ্ববর্তী বজরা বাজার সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কলেজ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ব্যবস্থা নিলে মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণ করা সম্ভব। অথচ মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করলে শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নষ্ট হবে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, উপযুক্ত মাঠের অভাবে তরুণ প্রজন্ম খেলাধুলার পরিবর্তে মাদকাসক্তি, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে। এতে সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ বন্ধ হয়ে যাবে।
বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, “আমি ব্যক্তিগতভাবে মাঠ রক্ষার পক্ষে। মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।”
বক্তারা আরও জানান, বজরা ইউনিয়নে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের একমাত্র খেলার মাঠ হিসেবে এই কলেজ মাঠ ব্যবহার হয়ে আসছে। ইউনিয়নের ক্রীড়া সংগঠন ‘বজরা ক্রীড়াচক্র’ বিভিন্ন সময়ে এখানে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এমনকি পার্শ্ববর্তী উপজেলার দলগুলোও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এছাড়াও আন্তঃফুটবল প্রতিযোগিতা ও নানা ক্রীড়া ইভেন্টে ইউনিয়নের সর্বস্তরের মানুষ সরবভাবে অংশ নেয়।
এমন বাস্তবতায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে মাঠ বন্ধ করার উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দাবি জানিয়েছেন— শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি মাঠও অক্ষত রাখতে হবে।





