অপরাধ

উলিপুরে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় আটক ৩

  উলিপুর প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর ২০২৫ , ৯:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্গম চরাঞ্চল থেকে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে।

আটককৃতরা হলেন— ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) এবং চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের সমেজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে গত ১৩ ডিসেম্বর ভোররাতে চারটি মহিষ চুরি হয়। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা চুরি যাওয়া মহিষ উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সকাল আনুমানিক ৯টার দিকে নদীর ঘাটে চারটি মহিষ নৌকায় তোলার চেষ্টা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিষগুলো উদ্ধার করেন এবং তিনজনকে আটক করে রাখেন।

খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মহিষ ও আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, চরাঞ্চলে এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদার করার দাবি জানিয়েছেন।