বিবিধ

১১ দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে ভোটে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

  ডেস্ক রিপোর্ট : ১৬ জানুয়ারি ২০২৬ , ৪:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে না থেকে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন নির্বাচনে ২৬৮টি আসনে তাদের প্রার্থীরা মাঠে কাজ করছেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
এর আগে সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানান, তারা যে উদ্দেশ্যে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছিল, অন্য দলগুলো সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে “ওয়ান বক্স ভোট” নীতির প্রস্তাব ইসলামী আন্দোলনের হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব আরোপ করছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই তারা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর ইসলামী আন্দোলনের জোটে থাকা নিয়ে গুঞ্জন চললেও তারা মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলের জরুরি বৈঠকে যোগ দেয়নি। বৈঠক শেষে জামায়াত নেতারা জানিয়েছিলেন, রাতে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি থাকতে পারেন—কিন্তু তারা উপস্থিত হননি।
তবে জামায়াতসহ অন্যান্য দল এখনো সমঝোতার আশা ছাড়েনি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ জানান, ইসলামী আন্দোলনকে ঐক্যে রাখতে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা মামুনুল হককে। একইভাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আলোচনা এখনো চলমান এবং তারা ইতিবাচক ফলের আশাবাদী।