ডেস্ক রিপোর্ট : ১৩ জানুয়ারি ২০২৬ , ৯:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি.এস.আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়।
এর আগে, গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুব ওরফে টি. এস. আইয়ুবের নাম ঋণখেলাপি তালিকায় রয়েছে। তাই তার প্রার্থিতা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়।
ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত ওই চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি এবং সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ হিসেবে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এসব নথি পর্যালোচনা করে প্রার্থীর ঋণখেলাপি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।
টি. এস. আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর, বসুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই সিদ্ধান্তের ফলে যশোর-৪ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।











