উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ২৯ মে ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে গভীর রাতে নারী-পুরুষ ও শিশু সহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহীনি বিএসএফ।
২৯(মে) বুধবার রাত চারটার দিকে ধর্মপুর সীমান্তের ৯৪৫ নাম্বার সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।পরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ওই ৯জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আন্তর্জাতিক সীমানা পিলারের আটশ গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরের দিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকড়ি ক্যাম্পের মধ্যেবর্তী এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ ওই ৯জন কে বাংলাদেশে পুশইন করে। পরে আমারা টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।
পুশইন হত্তয়া ৯জন নারী-পুরুষ ও শিশু হলেন বাইদুল ইসলাম (৬৫)তার স্ত্রী আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০)জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩) একই গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী মিনা বেগম (৩০) মেয়ে জুঁই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম তারা সকলেই ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্র খানা বজরের খামার গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুশইন হত্তয়া ৯জন কে বিজিবি উদ্ধার করে দুপুরে থানায় হস্তান্তর করেছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হলে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











