হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ১৮ অক্টোবর ২০২৫ , ২:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হত্যা মামলার ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ।
ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের দ্বিতীয় পুত্র সাদেক হাসান সজিব ২৩ সেপ্টেম্বর তার বড় ভাই সবুজ নিখোঁজ হয়েছে মর্মে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর দুই দিন পর, ২৫ সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামে একটি জমির ডোবায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি সবুজের বলে শনাক্ত হয়।
ঘটনার পর ফুলবাড়ী থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে আব্দুল হামিদসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে ছয়জনকে আসামি করে মামলা রুজু করে। সেই দিন থেকেই নিখোঁজ মাথাটি উদ্ধারে তৎপর হয় পুলিশ।
গত ১৭ অক্টোবর মামলার ৬ নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সবুজকে হত্যার বিষয়টি স্বীকার করেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে আসামি হামিদকে সঙ্গে নিয়ে পুলিশ মিরপুর গ্রামের ডোবার পাশে বরেন্দ্র সেচ প্রকল্পের পাইপের ভেতর থেকে সবুজের মাথা উদ্ধার করে।
এ সময় দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিবুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, “বিভিন্নভাবে তদন্ত চালিয়ে অবশেষে নিহতের মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করছি, খুব শিগগিরই মামলার বাকি আসামিদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেয়া হবে।”





