সারাদেশ

চিলমারীতে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ২:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে চাইন্ড, নট ব্রাইড প্রজেক্ট আরডিআরএস এর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ হলরুমে মঙ্গলবার সকালে বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের ( ইউপি) উদ্যোগে পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনিয়ন যুব নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এছাড়াও বক্তব্য রাখেন রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, কাজী রাগিব আহসান, উপজেলা সমাজ সেবা অফিস ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আমিনুল ইসলাম ( লাল মিয়া), চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, চাইন্ড নট ব্রাইড প্রজেক্ট ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর শাহ আলম, সুজিত কুমার সরকার, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি সদস্য, ইউপি সচিবসহ ইউনিয়ন যুব সংগঠকগন উপস্থিত ছিলেন।