চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ-এর উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা ও “রিপোর্ট নাউ বিডি ডট কম” ওয়েবসাইট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় “রিপোর্ট নাউ বিডি ডট কম” ওয়েবসাইটের গুরুত্ব ও ব্যবহারের উপকারিতা তুলে ধরে আলোচনা করেন লাইট হাউজ প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, চিলমারী মডেল থানার এসআই প্রণয় কুমার, উপজেলা আইসিটি কর্মকর্তা জ্যোতিমর্ষ দেবনাথ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, সাংবাদিক মনিরুল আলম লিটু ও হুমায়ুন কবির, লাইট হাউজ ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট জেনেফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মো. রিপকন আলী, চিলমারী উপজেলা সমন্বয়কারী হামিদা আক্তার হেনা এবং নারী ও কিশোরী প্রতিনিধি নাফিসা তাসনিম নোভা প্রমুখ।





